নড়াইল সদর থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর হতে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। ১১ এপ্রিল(মঙ্গলবার) দিবাগত রাতে সদর থানাধীন শেখহাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে শেখহাটি ক্যাম্পের এসআই(নিঃ) টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেপ্তার করেছে।
এ সময় পুলিশ জানায় তাদের নিকট থেকে নগদ ২,৪৮০ টাকা, দুই সেট তাস ও একটি চট জব্দ করেছে পুলিশ। আসামিরা হলেন- মোঃ রিয়াজুল ইসলাম(২৭), জাহাঙ্গীর আকঞ্জি(২১), সেলিম মোল্লা(৩৫) এবং মোঃ নুরনবী সরদার(৪৩)। সকলেই নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের বাসিন্দা। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha