আগামী ২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। এবার সেখানে ভোটের ফলাফল দ্রুত পাওয়ার জন্য প্যাড ব্যবহার করা হবে। গত ৬ এপ্রিল প্রতীক বরাদ্দের পর তিন প্রার্থী ভোটের মাঠে প্রচারণা চালাচ্ছেন। তাঁরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী দলের মহাসচিব স উ ম আবদুস সামাদ ও ইসলামিক ফ্রন্টের প্রার্থী অধ্যক্ষ মাওলানা এস.এম ফরিদ উদ্দিন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২৭ এপ্রিল বৃহাপতিবার নির্বাচনের দিন সাধারন ছুটি থাকছে। এ জন্য জন প্রশাসন মন্ত্রাণালয়কে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনার ই সি’র নির্বাচন ব্যবস্থাপনার উপ সচীব মোঃ আতিয়ার রহমান।এইদিন সাধারণ ছুটি ঘোষনার একটি চিঠি জন প্রশাসন মন্ত্রাণালয়কে পাটিয়াছেন।
এতে উল্লেখ করেন আগামি ২৭ এপ্রিল একাদশ জাতীয় সংসদের শুন্য আসনে উপ নির্বাচনের দিন বোয়াল খালী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩, ৪, ৫, ৬, ৭, নং ওয়ার্ডের সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় ছুটি ঘোষনা করা প্রয়োজন। চট্টগ্রাম-৮ আসনে ভোটকেন্দ্র ১৯০টি। ভোটকক্ষ ১৪১৪টি। এরমধ্যে স্থায়ী ভোটকক্ষ ১৩২৯টি ও অস্থায়ী কক্ষ ৮৫টি। ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন।
এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন ও মহিলা ভোটার দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মহাজোট প্রার্থী জাসদের মঈনউদ্দিন খান বাদল। নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করেছিলেন তিনি।
২০১৯ সালের ৭ নভেম্বর মারা যান বাদল। ২০২০ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ ফেব্রুয়ারি তিনিও মারা যান। মোছলেম উদ্দিনের মৃত্যুর পর দ্বিতীয়বারের মতো উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha