চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদী বাঁধের মাটি উত্তোলনের দায়ে চারজনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটায় ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকেলে আজগুবি এলাকার পাগলা নদীর বাঁধে এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হল- উপজেলার বালুটুঙ্গী গ্রামের জাহির ইসলামের ছেলে ডালিম আলী (২৫), একই এলাকার আসমানি হকের ছেলে সোহেল রানা (২২), দাদনচক গ্রামের টিপু সুলতানের ছেলে নাসির উদ্দিন (২০) ও দোভাগী গ্রামের সাইদুর রহমানের ছেলে সোহেল রানা (১৯)।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন।
তিনি জানান, পাগলা নদীর বাঁধে অবৈধভাবে মাটি উত্তোলন করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী- এমন সংবাদের ভিত্তিতে আজগুবি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা হয় একটি ট্রাক। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha