রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজ মাঠে শুক্রবার ৫ মার্চ সকালে মরহুম আবুল মাহমুদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে মরহুম আবুল মাহমুদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন।
টুর্নামেন্টের আহবায়ক ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দীপক কুমার কুন্ডুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা আকতার মিনু ও পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশিষ্ট ক্রীড়া সংগঠক, রাজবাড়ীর চন্দনী ইউপি আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান (শাহীনুর), পাংশার মাশরুফ কেন্দ্রের পরিচালক কে.এম ফজলুল হক, সাংবাদিক মোক্তার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ফরিদপুর ক্রিকেট একাডেমীর সিনিয়র টিম ও কুষ্টিয়া বাশার ক্রিকেট কেয়ার একাডেমী অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।