ভাল বীজে ভাল ফসল, বিএডিসি উচ্চ ফলনশীল তোষা পাটবীজ, বিএডিসির পাটবীজ ব্যবহার করুন অধিক ফসল ঘরে তুলুন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় উন্নত প্রযুক্তি নিভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রত্যায়িত পাট বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।
রবিবার ৯ এপ্রিল বিকাল ৪ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে ২০২২-২৩ অর্থ বছরের পাটের বীজ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
পাট বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসানের নির্দেশনায় চাষিদের মাঝে পাট বীজ বিতরণ করেন উপ-সহকারী পাট কর্মকর্তা সদর মাগুরা মাহমুদুল হাসান জুয়েল, উপ-সহকারী কৃষি অফিসার নিকুঞ্জ কুমার কুন্ডু।
মাগুরা সদর উপজেলার পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের ১০০ জন পাট চাষীদের মাঝে মাগুরা পাট অধিদপ্তর কর্তৃক বিনামূল্যে ২ প্যাকেট বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) পাট বীজ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha