আজকের তারিখ : জুলাই ৪, ২০২৫, ৪:৩২ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ৭, ২০২৩, ৪:৩৬ পি.এম
রাজনগরে অসচ্ছলদের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের রাজনগরে অলিলা গ্রুপ ও রাজনগর সংসদীয় আসন পূর্ণ:বহাল কমিটির যৌথ উদ্যোগে মাহে রমজান উপলক্ষে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৩ টা জেলা পরিষদ অডিটোরিয়াম রাজনগরে আব্দুল্লাহ আল সাম্মুর সঞ্চালনায় উক্ত খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিলা গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক মো: জিল্লুর রহমান।
রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শাহজাহান খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মো:টিপু খান,মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য জিয়াউর রহমান, মুন্সী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেন,কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সমাজসেবক আওয়ামী লীগ নেতা ফয়চল আহমদ, মনসুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছাদিকুর রহমান, ।
এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, জেলা শ্রমিক লীগের সহসভাপতি কায়েস আহমদ, ইউপি সদস্য অলিউর রহমান,মালুম আহমদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ প্রমূখ।
এসময় রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দুস্থ প্রায় ৫০০ পরিবারের মাঝে চাল, তেল, পেঁয়াজ, খেজুর, সেমাই, আলু, ছোলা, মটর, দুধ ইত্যাদি দিয়ে মোট ১২ কেজির প্যাকেজ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha