রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির সেনগ্রাম কালিতলা বাজার কেন্দ্রীয় কালি মন্দিরে গত ৩১ মার্চ বিকালে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা (কার্তিক সাহা)কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সেনগ্রাম কালিতলা বাজার কেন্দ্রীয় কালি মন্দির কমিটির সভাপতি অসিত কুমার ঘোষের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের পাংশা উপজেলা ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ডু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি, পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর ও পাংশা আদি মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক দীপক কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আইডিয়াল গার্লস কলেজের প্রভাষক লিটন কুমার বিশ্বাস, কশবামাজাইল নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার মন্ডল, বাহাদুরপুর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী চন্ডিচরণ ঘোষ, বাহাদুরপুর ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার ঘোষ, বাহাদুরপুর ইউপি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেব গোপাল শর্মা, হাটবনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক কুমার রায় ও ডাঃ প্রবীর চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উত্তরীয় প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জানা যায়, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা (কার্তিক সাহা) সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী। সংবর্ধিত অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ আওয়ামী লীগের জেলা, উপজেলা ও পৌরসভা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গতঃ গত ১৪ই মার্চ-২০২৩ পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে সভাপতি ও উত্তম কুমার সাহা (কার্তিক সাহা) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha