নোকিয়া সি১২ প্লাস মডেলের নতুন ফোন নিয়ে এলো নোকিয়া। বড় ডিসপ্লের এই ফোনে রয়েছে ৩২ জিবি স্টোরেজ ও ৪,০০০ এমএএইচ ব্যাটারি।
ভারতের বাজারে নোকিয়া সি১২ প্লাস ফোনের ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা। যা তিনটি কালারে পাওয়া যাচ্ছে- লাইট মিন্ট, চারকোল ও ডার্ক সিয়ান।
এছাড়া নোকিয়া সি১২ প্লাস ফোনের ২ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে যথাক্রমে ৬,৯৯৯ টাকা ও ৭,৯৯৯ টাকা।
এর আগের ভার্সন নোকিয়া সি১২ এর ২ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫,৯৯৯ টাকা। এতে ৩,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
নোকিয়া সি১২ প্লাস ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি। পারফরম্যান্সের জন্য ১.৬ গিগাহার্টজ ক্লক স্পিডের ইউনিসক অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে।
নোকিয়া সি১২ প্লাস এর পেছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha