আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ১১:০৩ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ৪, ২০২৩, ২:১১ পি.এম
২৫৬ বোতল ফেনসিডিল সহ দুজন আন্তজেলা মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকা হতে ২৫৬ বোতল ফেনসিডিলসহ দুইজন আন্তজেলা মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব-০৮,সিপিসি২ ( ফরিদপুর ক্যাম্প)। এ ব্যাপারে এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি,ধর্ষণকারী ও খুনীদের বিরুদ্ধে আইনগত ভাবে শক্ত অবস্থান নিয়েছে। বাংলাদেশ আমার অহংকার স্লোগানে র্যাবের এই সমস্ত কর্মকান্ড দেশের সর্বস্তরের মানুষের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে
র্যাব-৮,বরিশাল, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গতকাল ০৩ এপ্রিল ২৩ তারিখে র্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফরিদপুর জেলার মধুখালী থানার মরিচ বাজারে এলাকার এলপিজি পাম্প এলাকায় আসামী ১) মোঃ জসিম বিশ্বাস (৩৬) এবং আসামী ০২) মোঃ শাহিন শেখ (৪০) মাদক মাদকের চালান নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাইজকান্দি মোড়ে অবস্থান গ্রহন করে এবং কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে আসামী ০১) মোঃ জসিম বিশ্বাস (৩২), পিতা-মৃত ফাকু বিশ্বাস সাং-নওয়াপাড়া, থানা-মধুখালী, জেলা-ফরিদপুর এবং আসামী ০২) মোঃ শাহিন শেখ(৩৫), পিতাঃ মোঃ ওসমান শেখ, সাং- জুরান মোল্লার পাড়া, থানা- গোয়ালন্দ, জেলা- রাজবাড়ী আসামিদ্বয়কে প্রাইভেট কার সহ গ্রেফতার করা হয় এবং উক্ত আসামির কাছ থেকে ২৫৬ বোতল ফেনসিডিল, ০১টি প্রাইভেট কার, ০৪টি মোবাইল, ০৬ টি সিম এবং মাদক বিক্রিত ৬৪,৭০০ টাকা উদ্ধার করা হয়। আসামীদ্বয় দীর্ঘদিন যাবত আন্তঃজেলা মাদক কারবারির সাথে জড়িত বলে জানা যায়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিল এর ১৪(গ) ধারায় মামলা রুজু করা হয় ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha