চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবীতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ গেটের সামনে উক্ত কলেজের সচেতন শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী হওয়া এই কর্মসূচিতে বাংলাদেশে ছাত্রলীগ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌর শাখা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবসে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে স্বাধীনতা দিবসের কটুক্তি করেছে মতিউর রহমান ও তার প্রথম আলো, তাই মতিউর রহমানকে গ্রেফতার ও প্রথম আলোর নিবন্ধন বাতিল করতে হবে। এবং মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়।
স্বাধীনতার মাসে এমন মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশনের তীব্র সমালোচনা করে বক্তরা বলেন, প্রথম আলো একটি শিশুকে ১০ টাকা দিয়ে এমন মিথ্যা ও বানোয়াট খবর পরিবেশন করে স্বাধীনতা বিরোধী অপশক্তির পরিচয় দিয়েছে। অবিলম্বে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান কে গ্রেফতার ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবী জানান।
রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সচেতন শিক্ষার্থীবৃন্দ আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী, রহনপুর পৌর ছাত্র লীগের সভাপতি এনতাজুল হক, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখার যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাধারণ শিক্ষার্থী ইমন (ইমু), মোরশালিন, সিফাত ও ফয়সাল প্রমূখ। এতে কলেজের বিভিন্ন সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha