চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রহনপুর পৌর এলাকায় ভেজাল কীটনাশক বিক্রি করার দায়ে মোঃ মিলন (৩০) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ এপ্রিল ) দুপুরে উপজেলার রহনপুর কলোনী মোড়ে ডাকবাংলা রোডে আদর্শ বীজ ভান্ডারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী মোঃ মিলন উপজেলার খয়রাবাদ গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তানভীর আহমেদ সরকারসহ কৃষি অফিসের অন্যন্য কর্মকর্তারা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আসল কীটনাশকের পরিবর্তে প্রতারক চক্র ভেজাল কীটনাশক বাজারে বিক্রি করছে।
পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ধারা-৩৭ মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha