আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ১:০০ এ.এম || প্রকাশকাল : মার্চ ৩, ২০২১, ৯:৪৯ পি.এম
খোকসায় যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কুষ্টিয়ার খোকসায় "মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ কর্মকাণ্ডে যুবকদের ভূমিকা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে খোকসা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত রাজিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর হলরুমে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন।
কর্মশালায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান বোদি। বিশিষ্ট সমাজসেবক আরিফুল আলম তসর, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সমাজের পরিবর্তন আনতে যুবসমাজের কোন বিকল্প নাই । যুবকরা হল সমাজের সম্মুখ সারির যোদ্ধা ও সৈনিক। তাদের চেষ্টার মাধ্যমে সমাজের সফলতা আসবেই। তিনি আরো বলেন ধর্মের অপব্যাখ্যা করে সমাজে কেউ জঙ্গীবাদ উত্থান করতে না পারে সেদিকেও যুবসমাজকে খেয়াল রাখতে হবে।
কর্মশালা শেষে প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সকল যুবক-যুবতী দের মাঝে প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha