আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৪:২৫ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ২, ২০২৩, ৭:৪৫ পি.এম
খোকসায় প্রবীন প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এস এম সি সভাপতি নির্বাচিত

কুষ্টিয়ার খোকসা প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এস এম সি এর সভাপতি নির্বাচিত হয়েছেন চকহরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি শেখ সাইদুল ইসলাম প্রবীন। বিদ্যালইয়ে লেখাপড়া ও খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ তিনি প্রাথমিক শিক্ষা পদক সম্মাননা পেয়েছেন।
রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক সনদপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম।
শ্রেষ্ঠ এসএম সি এর পদক পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ সাইদুল ইসলাম প্রবীন বলেন প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ আমাকে এস এম সি শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করায় উক্ত কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী রিপন বিশ্বাস ও সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নাজনিন আলমসহ অনন্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
সেই সাথে আগামীতে বিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলাসহ আরো ভালো কাজ করার জন্য সবার স্বাভাবিক সহযোগিতা কামনা করেন।
শেখ সাইদুল ইসলাম প্রবীন খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের খোকসা উপজেলা প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ বার্তার স্টাফ রিপোর্টার ও দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার খোকসা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha