আজকের তারিখ : নভেম্বর ২৭, ২০২৪, ৬:২৬ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ২, ২০২৩, ১:৫৫ পি.এম
খুলনায় আইসিটি বিভাগের সহযোগিতায় স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের বেসিক আইটি প্রশিক্ষণ দিচ্ছে অপরাজিতা
অপরাজিতা যুব কল্যাণ সংস্থার আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় খুলনায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ক্লাস ভিত্তিক পড়াশুনার পাশাপাশি বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে প্রশিক্ষণ শীর্ষক কোর্স সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট থেকে ১৫ নভেম্বর ২০২২ পর্যন্ত ৩ মাসব্যাপি বেসিক কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন বিষয়ে ৭০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। কোর্সের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক এর পাশাপাশি বিভিন্ন টেকনিক্যাল বিষয় প্রাথমিক ধারণা প্রদান করা। যার ফলে পড়াশোনার পাশাপাশি দক্ষতা ভিত্তিক বিভিন্ন কাজে পরবর্তীতে সহায়ক হবে।
গত ১২ মার্চ রবিবার ২০২৩ খুলনার শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ে এই বেসিক আইটি কোর্স সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতেই অপরাজিতার নির্বাহী পরিচালক অনুপ কুমার মন্ডল এর সঞ্চালনায় ও শুভেচ্ছা বক্তব্যে ছাত্র-ছাত্রীদের মাঝে প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ইতিবাচক বিষয় তুলে ধরেন এবং ছাত্র-ছাত্রীদেরকে আগামীতে তথ্য ও প্রযুক্তি বিষয়ে চর্চা ও আইসিটি বিভাগের বিশেষ উদ্যোগ গুলো নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের খুলনা সদর থানা অফিসার মো. মাহবুবুর রহমান, খুলনা ইউনানী মেডিকেল কলেজের প্রভাষক ডা. হাকিম মতিয়ারা বেগম, শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান সহ উপস্থিত প্রশিক্ষণার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অফিসার মাহবুবুর রহমান বলেন, পৃথিবীতে এখন ধনী তারাই, যাদের তথ্য ও প্রযুক্তি সম্পর্কে জ্ঞান রয়েছে। তাই আইটি বিষয়ে ভালো ভাবে জ্ঞান আহরণ করতে হবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। এই প্রশিক্ষণ কোর্সে প্রত্যাশা থাকবে আগামীতে তথ্য ও প্রযুক্তি বিষয়ে বেশি বেশি প্রশিক্ষণ ও জ্ঞান আহরণ করা। কারণ পৃথিবীতে এখন তথ্য ও প্রযুক্তি নির্ভরশীল।
আবু নাসের স্কুলের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ বলেন বর্তমানে আমরা ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি এবং প্রতিটা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করছি। আগামীতে তথ্য ও প্রযুক্তির ব্যবহার আরো বৃদ্ধি পাবে। তাই তোমাদের প্রতিটি আইটি প্রশিক্ষণ দক্ষতা সাথে জ্ঞান আহরণ করতে হবে। আইটি জ্ঞান থাকলে বিভিন্ন কর্মক্ষেত্রে চাকরির ও অন্যান্য সুযোগ সুবিধা বেশি থাকে বলে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
প্রভাষক ডা. হাকিম মতিয়ারা বেগম বলেন পড়াশোনার পাশাপাশি তোমাদের শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্য সুরক্ষার সাথে সাথে তথ্য ও প্রযুক্তি জ্ঞান থাকা এখন খুবই অত্যাবশ্যক হয়েছে। তোমাদের আজকের এ প্রশিক্ষণ কোর্স থেকে যে জ্ঞান আহরণ করেছ আমি মনে করি আগামীতে তোমাদের ব্যাক্তি জীবনে ভালো কিছু হবে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান তার বক্তব্যে বলেন, প্রথমে সরকারের আইসিটি বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন এমন উদ্যোগ গ্রহণের জন্য।
পাশাপাশি অপরাজিতা যুব কল্যাণ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের স্কুলের শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার জন্য। তিনি আরো বলেন প্রশিক্ষণ থেকে আমাদের শিক্ষার্থীরা আইটি বিষয়ে একটি মোটামুটি ভালো জ্ঞান আহরণ করেছে। আশা করি আগামীতে তারা এই ক্ষুদ্র জ্ঞান থেকে আরও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে আইটি বিষয়ে দক্ষ করে তুলতে পারবে । অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে অতিথিরা সনদ বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha