পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১ এপ্রিল) সকালের দিকে উপজেলার ইসলামপাড়া এলাকার পদ্মার অংশে ডুবে মারা যান ওই ব্যক্তি।
মৃত সুজন ওরফে ধুনা মিয়া (৩২) কুষ্টিয়া জেলার ভেড়ামারা বাইরচর মুসলিমপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি ইসলামপাড়া এলাকার মিলন চৌধুরীর বালু মহালে কাজ করতেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল হক।
|
স্থানীয়দের বরাতে এমদাদুল হক বলেন, ‘আজ সকালে পদ্মা নদীতে গোসল করতে যায় সুজন। এ সময় একটি হাঁস দেখতে পেয়ে সেটিকে ধরতে যান তিনি। এ সময় নদীতে ডুবে যায় সুজন। পরে স্থানীয়দের সহায়তায় কয়েক ঘণ্টার চেষ্টার পর দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।’
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫