ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মাগুরা শাখার আয়োজনে সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৩০ মার্চ বিকাল ৫ টার সময় ইসলামী ব্যাংক মাগুরা প্রধান শাখায় আলোচনা ও ইফতার মাহফিল করা হয়। ব্যাংকের এভিপি ও শাখা প্রধান মোঃ ইফতেখার হোসেন আল মামুন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হাকিম বিশ্বাস।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ এম আর খান, মাগুরা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, পটুয়াখালী সরকারি কলেজের প্রফেসর ডঃ মোঃ রবিউল ইসলাম, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বিভাগী প্রধান (ইংরেজি বিভাগ) মোল্লা মোঃ আবু সাইদ। মূল আলোচনা উপস্থাপন করেন মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ বি এম মাহফুজুর রহমান।
আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ব্যাংকের ম্যানেজার অপারেশনস মোঃ খায়রুল আবেদীন।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নতুন বাজার উপশাখার ইনচার্জ ডঃ এ বি এম আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন মাগুরা ইসলামি ব্যাংকের শাখা প্রধান ইফতেখার হোসেন আল মামুন তিনি বলেন চল্লিশ বছর পূর্তিতে ব্যাংকের গৌরবময় পথচলা, সাফল্যের ৪০ বছরে সর্বজনীন কল্যাণে ব্যাংকের বিভিন্ন কর্মকান্ড এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে অর্থনীতিতে প্রযুক্তির ব্যবহার এবং টেকশই উন্নয়নে ব্যাংকের অবদান উপস্থাপন করেন।
প্রধান অতিথি প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস বলেন দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধান আলোচক মাওলানা এবিএম মাহফুজুর রহমান বলেন ইসলামী ব্যাংক সুদমুক্ত অর্থ ব্যবস্থা এবং কল্যাণমুখী ব্যাংকিং ধারা প্রণয়নে ব্যাপক অবদান রয়েছে। অনুষ্ঠানে পবিত্র কালামে তেলাওয়াত করেন ব্যাংকের সিনিয়র অফিসার শরীফ বাদশা মোঃ মহীয়ুস সুন্নাহ এবং ইসলামী থিম সং (গান) শোনান ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ আবু নাসির ও তার দলের সদস্যগণ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha