চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি দেশীয় সুটারগানসহ জুবায়ের (২৩) নামে এক যুবককে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) রাত ৯ টার দিকে রহনপুর পৌর এলাকার স্টেশন কেডিসি পাড়া বিজিপি ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক জুবায়ের উপজেলার রহনপুর পুরাতন বাজার মহল্লার মোঃ জিল্লুর রহমানের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেডিসি পাড়ার রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে জুবায়েরকে আটক করে গোমস্তাপুর থানা পুলিশ । এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় সুটারগান উদ্ধার করে।
ওসি আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে স্বীকার করে দীর্ঘ দিন যাবত অস্ত্র ব্যবসার সাথে জড়িত। এবং এই সুটারগানটি বিক্রয়ের উদ্দেশ্যে সে নিয়ে এসেছিলো। এ বিষয়ে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।