ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর রাবার বাগান সাবাড় করতে দিন দুপুরে গাছ কাটার অভিযোগ উঠেছে আ. রাজ্জাক (৩৮) ও হাফিজুর রহমান (৪২) ওরফে খুঁড়া হাফিজ গংদের বিরুদ্ধে। অভিযুক্তরা সন্তোষপুর গ্রামের শহিদ আলী ও রুস্তুম আলীর ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় গত ২৫/৩/২৩ ইং তারিখে বাংলাদেশ বন উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) সন্তোষপুর রাবার বাগান এর সহ-মাঠ তত্বাবধায়ক আয়েন উদ্দিন বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪/৩/২৩ ইং শুক্রবার জুমার নামাজ চলাকালীন সময়ে আনুমানিক দুপুর ১টার দিকে আ. রাজ্জাক (৩৮) হাফিজুর রহমান (৪২)সহ অজ্ঞাত ২/৩ জন নিজেদের উদ্দেশ্য হাসিল করতে রাবার বাগানের ১৬/৯৬ নং ব্লকের পশ্চিম দক্ষিণ পর্শ্বে উৎপাদনশীল ৫ টি রাবার গাছ কেটে ফেলে। যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এ ঘটনার সংবাদ পেয়ে সহ-মাঠ তত্ত্বাবধায়ক আয়েন উদ্দিন সঙ্গীয় অন্যান্য মাঠকর্মী ও আনসার সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌছলে অভিযুক্তরা তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অভিযোগ রয়েছে এ চক্রটি রাবার বাগান সাবাড় করে নিজেরা আনারসসহ আন্তঃফসল চাষ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ হলেও যাতে আর কোন মামলা না হয় এজন্য রাবার অফিসে অভিযুক্তরা দৌড়ঝাপে আছেন। যদিও এ বিষয়ে অস্বীকার করেছেন সন্তোষপুর রাবার বাগান এর ব্যবস্থাপক(ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ।
তিনি বলেন, দুস্কৃতিকারীরা সরকারি সম্পত্তি ক্ষতি করায় তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরে থানা থেকে একজন এসআই ঘটনাস্থলে এসে তা তদন্ত করেছেন। এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানো হয়েছে। সরকারি নিয়ামানুযায়ী সরকারি সম্পত্তি ক্ষতি করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন সন্তোষপুর রাবার বাগান বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন একটি রাষ্ট্রয়াত্ব লাভজনক সরকারী শিল্প প্রতিষ্ঠান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha