কুষ্টিয়ার কুমারখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনারুল ইসলামকে (৩৫) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে তাকে কুমারখালীর কল্যাণপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আনারুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের কারিগরপাড়ার আব্দুল জব্বারের ছেলে।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যে ভিত্তিতে বুধবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী কল্যাণপুর বাজার এলাকা থেকে আনারুলকে আটক করা হয়। তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আনারুল দৌলতপুর থানার জিআর নম্বর-৩৭৫/১৮, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৯ (ক) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
|
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।