ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়িটি প্রভাবশালী মহলের হাত থেকে রক্ষা করে সংস্কার ও সংরক্ষণ পূর্বক পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবীতে দেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার সকালে বাইশরশি জমিদার বাড়ি সামনে সদরপুর ও পুকুরিয়া আঞ্চলিক সড়কে ঢাকাসহ দেশের ৩৫টি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয়রা অংশগ্রহণে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনকারীরা একটি প্রভাবশালী মহলের হাত থেকে বাড়িটি রক্ষা করে প্রতœতত্ত¡ অধিদপ্তরের অধীনে নিয়ে সংস্কার ও রক্ষণাবেক্ষ করে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষনা করতে হবে বলে দাবী জানায়। মানববন্ধন শেষে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারে মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
জানা যায়, ১৭ শতকের গোড়াপত্তন ইতিহাস ও ঐতিহ্যের অমলিন স্মৃতি বিজরিত বৃহত্তর ফরিদপুরের বিখ্যাত স্থানসমূহের মধ্যে বাইশরশি জমিদার বাড়ির নাম ইতিহাস ঐতিহ্যে ভরপুর। জমিদার বাড়িটি ৫০ একর জমির উপর অবস্থিত।
এর মধ্যে ১৮ একর জমি প্রভাবশালী মহল দখল করে ভোগ করে আসছে। এর মধ্যে চৌদ্দটি দ্বিতল ভবন, তিনটি দৃষ্টি নন্দিত পূজা মন্ডব, ৪টি সান বাধা ঘাট, বাগান বাড়িসহ বিভিন্ন কারুকার্য নির্দশন রয়েছে। স্থানটি ইতিহাসকে সাক্ষ্য দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha