আজকের তারিখ : নভেম্বর ২৭, ২০২৪, ৪:২৭ এ.এম || প্রকাশকাল : মার্চ ২৮, ২০২৩, ৭:৫৫ পি.এম
শালিখায় পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে নারীসহ আহত ৩
মাগুরার শালিখায় পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে দেনাদারের হামলায় পাওনাদার মোঃ বসির শেখ (৩৫) ও তার স্ত্রী মমতাজ বেগম (২৮) গুরুতর জখম হয়েছে। সোমবার সকালে ও মঙ্গলবার বিকালে উপজেলার পিয়ারপুর গ্রামে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এতে পাওনাদার ও তার স্ত্রী পুত্র, বোন সহ মোট ৪ জন আহত এবং বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটছে বলে জানা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এলাকাবাসী জানায় পিয়ারপুর গ্রামের আমজাদ শেখের ছেলে বসির শেখ রনি কাছে পাওনা টাকা চাইলে, রনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। এতে বসির শেখ প্রতিবাদ করলে রনি ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বসির শেখ ও তার স্ত্রী, পুত্র, ও বোন কে বেধড়ক মারপিট করে।এতে বসির শেখ ও তার স্ত্রী এবং বোন মারাত্মক আহত হওয়ায় স্থানীয় লোকজন শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন বসির শেখের স্ত্রী মমতাজ বেগম জানন, পিয়ারপুর গ্রামের রনি শেখ ব্রিজের কাজে যাওয়ার জন্য অগ্রিম ২৫০০ টাকা নেয় এং দুই দিন কাজ করার পর কাজে যেতে না চাইলে আমার স্বামী রনির কাছে অগ্রিম নেওয়া টাকা চাইতে গেলে পিয়ারপুর গ্রামের লাল মিয়া শেখের ছেলে আঃ রহমান শেখ ও তার ভাই নুরুল শেখ, ইব্রাহিম শেখ, ইউনুস শেখের ছেলে শান্ত শেখ আমার স্বামী বসির শেখের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে মারধর করে।
এক পর্যায়ে লাল মিয়া শেখের ছেলে আঃ রহমান শেখ ধারাল অস্ত্র দিয়ে আমার স্বামীর মাথায় আঘাত করলে মারাত্মক জখম হয় এবং আমি ঠেকাতে গেলে তারা আমাকেও মারধর করে। এ ব্যাপারে হাসপাতালে চিকিৎসাধীন বসির শেখ বলেন, পিয়ারপুর গ্রামের রনি শেখের কাছে আমার পাওনা টাকা চাইতে গেলে সে টাকা দিতে পারবে না বলে জানায় এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি এর প্রতিবাদ করলে রনি শেখ সহ নুরুল শেখ, ইব্রাহিম শেখ, শান্ত শেখ আামার উপর চড়াও হয়। রহমান শেখ ধারাল অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে ঠেকাতে গেলে তারা আমার স্ত্রী ও বোনকে মারধর করে আহত করে।
শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্বাস উদ্দিন বলেন, মারামারি দুইজন রোগীর হাসপাতালে ভর্তি হয়েছে। শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, মারামারি কোনো লিখিত অভিযোগ থানায় এখনো আসেনি। তবে শুনেছি, শোনার সাথে সাথেই পুলিশ ঘটনা স্থলে পাঠিয়েছি এবং তারা শালিখা হাসপাতালে গিয়ে তাদের নাম ঠিকানা লিখে এনেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha