আগামী মে-জুনে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা জনমত গঠনে গণসংযোগে নেমেছেন। তারই ধারাবাহিকতায় মাঠ গোছাতে কলিমহর ইউপিতে একাধিক প্রার্থী গণসংযোগ করছেন। এদের মধ্যে অন্যতম প্রার্থী হচ্ছেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মতিয়ার বিশ্বাস।
কলিমহর ইউপির নাচনা মুরাদপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মরহুম আবুল হোসেন বিশ্বাসের পুত্র মতিয়ার বিশ্বাস আওয়ামী লীগের একজন বলিষ্ঠ সংগঠক। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তার সুনাম ও সুপরিচিতি রয়েছে।
সাঁজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তিনি। মতিয়ার বিশ্বাসের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মুকুল কলিমহর ইউপি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মতিয়ার বিশ্বাস এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সরব হয়েছেন।
সোমবার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, আমার পরিবার আওয়ামী লীগের জন্য নিবেদিত। আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচী বাস্তবায়নে আমরা কার্যকরী ভ‚মিকা পালন করে আসছি। বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময় নানা অত্যাচার-নির্যাতন সহ্য করেছি।
তিনি বলেন, দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। তৃণমূলের জনপ্রিয়তা ও সাংগঠনিক কর্মকান্ডের মূল্যায়ন বিবেচনা করে আসন্ন কলিমহর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নাম তালিকাভুক্তির ক্ষেত্রে দলীয় দায়িত্বশীল নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেন তিনি।
ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে- যুবসমাজকে ক্রীড়া ও পাঠাগারমুখী করা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত কলিমহর ইউনিয়ন গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সেই সাথে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূলে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণে বলিষ্ঠ ভ‚মিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মতিয়ার বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha