আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ১২:৪০ এ.এম || প্রকাশকাল : মার্চ ২৮, ২০২৩, ৬:৫৯ পি.এম
বাঘায় ডিস লাইনের সংযোগকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম
রাজশাহীর বাঘায় ইন্টারনেটের ওয়াই-ফাই লাইনের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে আতিকুর রহমান পিন্টু নামের এক যুবককে ধারালো দেশিও অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। উপজেলার মনিগ্রামের তুলসিপুর মাদ্রাসা এলাকায় বুধবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটেছে। আতিকুর রহমান পিন্টু বাঘা পৌরসভার ছাতারী গ্রামের সাবেক মেম্বার আবদুল মজিদের ছেলে।
জানা যায়, ওয়াই-ফাই ও ডিস লাইনের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে ও আধিপত্য বিস্তার নিয়ে মনিগ্রাম ইউনিয়ন মেম্বার মুকুল হোসেন ও একই এলাকার আফাজ উদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। বুধবার আফাজ উদ্দিনের পাটনার আতিকুর রহমান পিন্টু ওয়াই-ফাই লাইনের তার দিয়ে মনিগ্রাম তুলসিপুর গ্রামের রাজিব হোসেনের বাড়িতে সংযোগ দিচ্ছিলেন।
এ সময় মনিগ্রাম ইউনিয়ন মেম্বার মুকুল হোসেনসহ ৬-৭ জনের একটি দল সংযোগ দেওয়া অবস্থায় লোহার রড় ও ধারালো দেশিও অস্ত্র দিয়ে আতিকুর রহমান পিন্টুকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। আতিকুর রহমান পিন্টু আত্নভয়ে পাশে এক বাড়িতে আশ্রয় নিয়ে ৯৯৯ ফোন দিলে বাঘা থানার পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সভর্তি করে।
এ বিষয়ে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ওয়াই-ফাই ও ডিস লাইনের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে মেম্বার মুকুল হোসেন ও আফাজ উদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গত ৭ মার্চ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছিল। শুনেছি আবারও মারামারি হয়েছে। তবে উভয়ে আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সাথে জড়িত।
বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে এক যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভর্তি করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha