আজকের তারিখ : ডিসেম্বর ৫, ২০২৪, ১:১৪ এ.এম || প্রকাশকাল : মার্চ ১, ২০২১, ৫:৫৬ পি.এম
সঠিক তথ্য প্রমান থাকলে পুলিশের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়া হবে, নবাগত পুলিশ সুপার নড়াইল
সাংবাদিক পুলিশ একসাথে কাজ করবে,সাংবাদিকেরা যে অভিযোগ করবেন সেটাকেই সত্য বলে ধরে পুলিশ কাজ করে। তথ্য প্রমান থাকলে পুলিশের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নড়াইলের নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এসব কথা বলেন।সোমবার(১ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কক্ষে জেলার বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম(অপরাধ ও প্রশাসন),অতিঃ পুলিশ সুপার(সদর সার্কেল)তানজিলা সিদ্দিকা,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় কালে নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবীর টুকু,সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু,সাংবাদিক মলয় নন্দী,সাইফুল ইসলাম তুহিন,মুন্সী আসাদ রহমান সহ কয়েকজন সাংবাদিক নানা বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
সংবাদ সংগ্রহে পুলিশের অসহযোগিতা এবং মাদকের সাথে সংশ্লিষ্টতার কথা তুলে ধরেন তারা।পুলিশ সুপার সাংবাদিকদের সময় মতো তথ্য প্রদান সহ নানা বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং সঠিক তথ্য প্রদান করে সাংবাদিকদের কাছে সহযোগিতা চান।
গত ২৫ ফেব্রুয়ারী নড়াইলের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম এর স্থলে পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) যোগদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha