মাদক ব্যবসায়ের নেশায় যেন পেয়ে বসেছে মাফুজার জোয়াদ্দার(৫৭) নামের এক বৃদ্ধকে। পূর্বেও একাধিকবার তাকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ, শাস্তি হয়েছে মোবাইল কোর্টেও। কিন্তু অবস্থার কোন পরিবর্তন হয়নি পেশাদার ও চিহ্নিত এই মাদক ব্যবসায়ির। ছেলেরা উপার্জন করলেও সুযোগ পেলেই তিনি করেন মাদক ব্যবসা, ক্ষতি করেন যুবসমাজের।
গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মার্চ(সোমবার) অপরাহ্ণে লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জের তত্ত্বাবধানে তার নিজ বাড়ি লাহুড়িয়া থেকে এমনই এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সে অত্র গ্রামের মৃত আনছার জোয়াদ্দারের ছেলে।
এ সময় তার নিকট হতে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া নড়াইল সদর ও লোহাগড়া থানায় তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশের সর্বদা তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫