আজকের তারিখ : এপ্রিল ৬, ২০২৫, ৩:৫০ এ.এম || প্রকাশকাল : মার্চ ২৮, ২০২৩, ৩:৪১ পি.এম
রাজনগরে ৭ জুয়াড়ী গ্রেফতার

মৌলভীবাজারে রাজনগরে ৭ জুয়াড়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের জালাল পুর গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রী সহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ৩ জন জুয়াড়ি দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার মনসুরনগর ইউনিয়নের মালিকোনা গ্রামের মৃত বশির মিয়ার ছেলে বাবুল মিয়া (৪২), এমরান মিয়ার ছেলে সামছুল মিয়া (৪৫), মৃত আব্দুল গনির ছেলে সাবুদ্দিন (৫০), মৃত আছমান মিয়ার ছেলে তছকির মিয়া (৩৫), মৃত ছন্দু মিয়ার ছেলে এরশাদ মিয়া (৫০), একই ইউনিয়নের প্রেমনগর গ্রামের মৃত হোছন উল্লার ছেলে সুনাম মিয়া (৫৫) ও মৃত ইনাম উদ্দিনের ছেলে বিলাল মিয়া (৫০)।
থানা সূত্রে জানা গেছে, কামারচাক ইউনিয়নের জালালপুর এলাকায় জুয়া খেলা চলছে এমন তথ্য পেয়ে রাজনগর থানার এসআই মো. কামাল উদ্দিন, এএসআই সান্টু চন্দ্র দেব ও এএসআই সোহরাব হোসেনসহ একদল পুলিশ অভিযানে যান।
নৌকাযোগে মনু নদী পেরিয়ে রাজন দাসের বাড়িতে গিয়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১০০টি তাস এবং নগদ ১ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা আরো ৩ জুয়াড়ি পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, আটকৃত ও পলাতক জুয়াড়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha