রাজবাড়ী জেলার পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (২৭ মার্চ) বেলা ২টার সময় ৩১জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনার ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকরা সমন্বয় করে শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী এ আয়োজন করে।
জানা যায়, পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা পৌরসভার মেয়র মো. ওয়াজেদ আলী, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও মাছপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন, পাংশা উপজেলা শিক্ষা কর্মকর্তা কেএম নজরুল ইসলাম ও এটিও পংকজ কুমার বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা গুলরুখ। উপস্থাপনা করেন পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা খাতুন।
অনুষ্ঠানে পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২২ সালের ট্যালেন্টপুলে ১৭জন ও সাধারণ গ্রেডে ১৪জন মোট ৩১জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট উপহার প্রদান করা হয়।
অতিথিবৃন্দ পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান ও প্রাথমিক বৃত্তির সাফল্য ধরে রাখার গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. তৈয়েবুর রহমান, পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ডলি পারভীন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, পাংশা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. রফিকুল ইসলাম, কলিমহর ক্লাস্টারের এটিও মো. জাহিদুল ইসলাম, পাংশা উপজেলা প্রাথমিক প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি একেএম শরিফুল হুদা সাগর মাস্টার, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
-পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha