বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণ এবং আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক প্রচার অভিযান ও কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার ২৭ মার্চ ১১ টার সময় নাকোল ইউনিয়ন পরিষদ শ্রীপুর মাগুরায় জেলা লিগ্যাল এইড অফিস মাগুরা এর আয়োজনে অনুষ্ঠান করা হয়। ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মাগুরা মোঃ ফরিদুজ্জামান। প্রধান আলোচনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা মাগুরা সাবেক এমপি কামরুল লায়লা জলি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাকোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা, রাইচরন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এ এস এম রফিকুল আলা, নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজ অধ্যক্ষ খান ফজলুর রহমান, নাকোল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত কুমার বিশ্বাস পার্থ, নাকোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলিয়ার রহমান, ৮ নং নাকোল ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার সদস্য শরীফ সারমিন আক্তার, মেম্বার নিপা বিশ্বাস, মেম্বার নাছিমা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
প্রধান অতিথি লিগ্যাল এইড অফিসার মোঃ ফরিদুজ্জামান বলেন মাগুরা জেলা লিগ্যাল এইড অফিসে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হয়। তিনি বলেন ফৌজদারি মামলার মধ্যে স্ত্রীর বিনা অনুমতিতে স্বামীর পুনর্বিবাহ, শারীরিক নির্যাতন, যৌতুক দাবী বা যৌতুকের জন্য নির্যাতন, এসিড নিক্ষেপ, পাচার, অপহরণ, ধর্ষণসহ অন্যান্য ফৌজদারী মামলাসমূহ। দেওয়ানি মামলার মধ্যে সন্তানের অভিভাবকত্ব, ভরণপোষণ ও দেনমোহর আদায়, বিবাহ বিচ্ছেদ, দলিল বাতিল, স্থায়ী নিষেধাজ্ঞা, সম্পত্তি বন্টন বা বাটোয়ারা, ঘোষণামূলক মামলা, চুক্তি সংক্রান্ত মামলা, সুনির্দিষ্ট কোর্ট ফি নির্ধারিত দেওয়ানী মামলাসমূহ।
তিনি আরও বলেন সমাজ থেকে বাল্য বিবাহ দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং বাল্য বিবাহের ক্ষেত্রে এভিডেভিড সরকারি ভাবে গ্রহণযোগ্য নয়, এরুপ কোন আইনজীবী অবৈধ কাজ করলে তার আইনজীবী লাইসেন্স ২০১৭ সালের আইনের নিয়ম অনুযায়ী বাতিল হয়ে যাবে।
প্রধান বক্তা জাতীয় মহিলা সংস্থা মাগুরা চেয়ারম্যান কামরুল লায়লা জলি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও দরিদ্রদের মানুষের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা প্রাপ্তি ও বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল মাগুরা জেলা সহ সারা বাংলাদেশে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনগত সহায়তা প্রদান করছেন। তিনি নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, মেম্বার, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণদের জানান সমাজ থেকে বাল্য বিবাহ দূর করতে সবাইকে সচেতন হতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha