ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আওয়ামী লীগের পেশাজীবি সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ আলফাডাঙ্গা উপজেলা আহবায়ক কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রোববার সকালে উপজেলা চত্ত্বরে সংগঠনের আহবায়ক কাজী রবিউল ইসলাম ও ১ নং যুগ্ম আহবায়ক মো. ইরান মোল্যার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. ইমরান মোল্যা, আহবায়ক কমিটির সদস্য মো.শহিদুল ইসলাম টোকন, মো.মারুফ, মো.হারেজ মোল্যা, মো.হিটলার রহমান, তৌহিদুর রহমান তৌহিদ ও শরিফুল ইসলাম ছোটনসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের ১ নং যুগ্ম আহবায়ক মো. ইমরান মোল্যা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই দিনে আলফাডাঙ্গা মৎস্যজীবী লীগ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের গভীর ভাবে স্মরণ করছি।
আজ বাংলাদেশের এই মহা বিজয়ের মহানায়ক হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। এর জন্য বাঙালিকে অপরিমেয় ত্যাগ স্বীকার করতে হয়েছে।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বর্বর বাহিনী এ দেশের ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। ২৬ মার্চই বাঙালি রুখে দাঁড়ায়।
তাই ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনাত ও জাতীয় দিবস। সেই ১৯৭১ সালের মহান দিনটির কথা স্মরণ করেই প্রতি বছর ২৬ মার্চ আমরা পালন করি স্বাধীনতা দিবস। বাংলাদেশ মৎস্যজীবী লীগ আলফাডাঙ্গা শাখার নেতাকর্মীরা এ জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন করেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।