ফরদিপুররে বোয়ালমারী উপজলো প্রশাসনরে আয়োজনে সোমবার (০১.০৩.২১) উপজেলা হলরুমে ০৭ র্মাচ, ১৭ র্মাচ জাতীয় শিশু দদবিস, জাতরি পতিা বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমানরে জন্মশতর্বাষকিী, ২৫ র্মাচ গণহত্যা দবিস ও ২৬ র্মাচমহান মহান স্বাধীনতা দবিস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠতি হয়ছে।
উপজলো নর্বিাহী র্কমর্কতা ঝোটন চন্দরে সভাপতত্বিে সভায় প্রধান অথতিরি বক্তব্য রাখনে উপজলো চয়োরম্যান এমএম মোশাররফ হোসেন।
অন্যান্যরে মধ্যে আরও বক্তব্য রাখনে, পৌর ময়ের সলেমি রজো লপিন ময়িা, উপজলো স্বাস্থ ও পরবিার পরকিল্পনা র্কমর্কতা ডা. খালদেুর রহমান, উপজলো ভাইস চয়োরম্যান সয়ৈদ রাসলে রজো, মাধ্যমকি শক্ষিা র্কমর্কতা আব্দুর রহমি, ওসি তদন্ত মো. আবুল খায়রে ময়িা, বীর মুক্তযিোদ্ধা কএেম জহুরুল হক, সাংবাদকি ও শক্ষিক কাজী আমনিুল ইসলাম আমনি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111