আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৮:৫৬ পি.এম || প্রকাশকাল : মার্চ ২৬, ২০২৩, ১১:১৩ এ.এম
ফরিদপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত

ফরিদপুর শহরস্থ শেখ জামাল স্টেডিয়ামে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৩ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে। আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পি এ এ।
কুচকাওয়াজ অনুষ্ঠানে এ সময় বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বি এন সি সি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃশাহাজাহান, জেলা আঃলীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোঃইসতিয়াক আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমা আলী, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস সহ জেলার সকল অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা -ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সকল শ্রেণী পেশার মানুষ।
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে এর আয়োজন করা হয়। পরে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha