আজকের তারিখ : জানুয়ারী ১৯, ২০২৫, ১২:৩১ পি.এম || প্রকাশকাল : মার্চ ২৫, ২০২৩, ৮:৩৩ পি.এম
পবিত্র রমযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে নড়াইলে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা
পরিবেশ,মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে নড়াইলে ৪ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
শনিবার (২৫ মার্চ) নড়াইলের কালিয়া উপজেলার কালিয়া বাজার এলাকায় বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনসার সদস্যরা সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স আনন্দ মিষ্টান্ন ভাণ্ডারকে ৪ হাজার টাকা, মেসার্স জিতু এন্ড ঋতু মিস্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, মেসার্স বিপুল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, মেসার্স মুন্সী বেকারি এন্ড কনফেকশনারীকে ১০ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য,ঔষধ,স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আমাদের অভিযান চলছে। জনস্বার্থে পুরো রমজান মাস আমাদের কড়া নজরদারি থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha