ফরিদপুরের সালথায় মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে আরফিন মোল্লা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরফিন মোল্লা ওই গ্রামের আবু মোল্লার ছেলে।
সংস্লিস্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বিকালে মাঠে পাটবীজ বুনাতে গিয়ে ছিলো আরফিন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাঠের মধ্যে বজ্রপাতে আহত হন তিনি।
|
এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বজ্রপাতের নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।