মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মাগুরায় গণহত্যা দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ মার্চ সকাল ১০ টার সময় নোমানী ময়দানে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ।পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে ২৫ মার্চে শহীদদের স্মরণে নোমানী ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাগুরা মোঃ মশিউদ্দৌলা রেজা, চেয়ারম্যান জেলা পরিষদ মাগুরা পঙ্কজ কুমার কুন্ডু, সভাপতি জেলা আওয়ামীলীগ মাগুরা আফম আব্দুল ফাত্তাহ, মেয়র মাগুরা পৌরসভা খুরশীদ হায়দার টুটুল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাগুরা ডিসি মোহাম্মদ আবু নাসের বেগ। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ ২৫ মার্চ ১৯৭১ সালে শাহাদৎ বরণকারী সকল বীরদের স্মরণ করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল কালোরাত আজ শনিবার ২৫ মার্চ। আন্দোলনরত বাঙালিদের কন্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার জন্য ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালির উপর ঝাপিয়ে পড়ে ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা চালায় বর্বর পাক হানাদাররা। নৃশংস এ গণহত্যার পর বাঙালির দৃঢ় প্রতিরোধ অবাক বিস্ময়ে দেখেছে সারা বিশ্ব।
তিনি আরও উল্লেখ করেন ২০১৭ সালের ১১ মার্চ মহান জাতীয় সংসদে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। অচিরেই দিবসটি জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাবে সেই আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক মাগুরা। পরিশেষে, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক, মাগুরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha