রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া-সেনগ্রাম আঞ্চলিক সড়কের মেঘনা বক্স কার্লভাট ব্রিজ নির্মাণের কাজ এগিয়ে চলছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে পাংশা উপজেলা প্রকৌশলী জাকির হাসান ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন করে সিডিউল মোতাবেক নির্মাণ কাজ সম্পন্ন করতে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনকে দিকনির্দেশনা প্রদান করেন।
জানা যায়, এলজিইডির অধীনে মাছপাড়া-সেনগ্রাম সড়কের মেঘনা বাজার সংলগ্ন ভেন্ট বক্স কার্লভাট ব্রিজের ৩ইঞ্চি সিসি ঢালাই কাজের মধ্য দিয়ে ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার ৩ইঞ্চি সিসি ঢালাই সম্পন্ন হয়। মাদারীপুরের মেসার্স সার্বিক ইন্টারন্যাশনাল নামক ঠিকাদারী প্রতিষ্ঠান ৬৩ লাখ ২৪ হাজার ৮শত ৫৫ টাকা চুক্তিমূল্যে ব্রিজের নির্মাণ কাজ করছে। কার্যাদেশ মোতাবেক ২০২২ সালের ১৫ অক্টোবর থেকে আগামী ২০২৪ সালের ১৫ এপ্রিলের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা।
পাংশা উপজেলা প্রকৌশলী জাকির হাসান জানান, সড়কটি খুবই জনগুরুত্বপূর্ণ। জনসাধারণ ও যানবাহন চলাচলের সুবিধার্থে বাইপাস সড়ক করা হয়েছে। বৃষ্টি হলে বাইপাস সড়কটি যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। জনস্বার্থে নির্ধারিত সময়ের আগেই ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন করতে মনিটরিং করা হচ্ছে। নির্মাণ কাজে কোন প্রকার ত্রুটি যাতে না হয় তার জন্য দাপ্তরিকভাবে কার্যসহকারী সার্বক্ষণিক তদারকি করছে।
উপসহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান জানান, আগামী ৩মাসের মধ্যে মেঘনা ব্রিজের নির্মাণ কাজ শেষ করার সম্ভাবনা নিয়ে ব্রিজের নির্মাণ কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে সোলিংয়ের উপর ৩ ইঞ্চি সিসি ঢালাই শেষ হয়েছে। এরপর পর্যায়ক্রমে আরসিসি বেইজ ঢালাই, ব্রিজের ওয়াল ঢালাই, গার্ডারসহ ছাদ ঢালাই ও রেলিং ঢালাই শেষে রংয়ের কাজ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha