আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ১০:৫৯ এ.এম || প্রকাশকাল : মার্চ ২৩, ২০২৩, ৯:৩১ পি.এম
শালিখায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা শালিখার আড়পাড়া- বুনাগাতী সড়কের আড়পাড়া গ্রামীণ টাওয়ারে পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আজ ২৩/০৩/২০২৩ই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন আড়পাড়া বাজারের দাতের ডা.সাহাবুর ও কাপড়ের দোকানের কর্মচারী শাকিব হোসেন। তাদের দুজনের বাড়ী উপজেলার জুনারী গ্রামে দুজন এক সাথে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন।
জানা যায় আড়পাড়া হইতে বুনাগাতি গামী বালু বোঝায় ট্রাক এর পিছে মোটরসাইকেল আরোহী বাড়ীর দিকে ফিরছিলেন আড়পাড়া বাজার পার হয়ে গ্রামীন টাওয়ার এর সামনে থেকে উভারটেক করে, সামনে থেকে পিকআপ ভ্যান এসে ঢাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনা স্থলে ট্রাকের নিচে চাকায় পিষ্ট হয়ে দুজনে নিহত হন।
ঘাতক ট্রাক ও পিকআপ ভ্যান শালিখা থানার পুলিশ আটক করে এবং লাশ উদ্ধার করে।ঘটনার পর থেকে ট্রাক ও পিকআপ ভ্যানের চালক ও হেল্পার পালাতক রয়েছে।
এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন আমরা দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র দুর্ঘটনা কবল স্থলে পৌঁছায় এবং দুর্ঘটনায় নিহত দুজন কে উদ্ধার ও ঘাতক ট্রাক-পিকআপ ভ্যান জব্দ করি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha