আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ১:৩৫ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২৮, ২০২১, ৩:৫০ পি.এম
নড়াইল পৌরসভার ক্ষমতা গ্রহন করলেন নব-নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা
নড়াইল পৌরসভার ক্ষমতা গ্রহন করলেন নব-নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা। আজ রবিবার জেলা শিল্পকলা একাডিমি অডিটোরিয়ামে নড়াইল পৌরসভার আয়োজনে নড়াইল পৌরসভার নব-নির্বাচিত মেয়র আঞ্জুমান আরাসহ পৌর পরিষদের কাছে পৌরসভার ক্ষমতা হস্তান্তর করলেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র মোঃ রেজাউল বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। নড়াইল পৌরসভার মেয়র ( দায়িত্বপ্রাপ্ত) মোঃ রেজাইল বিশ্বাসের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারন সম্পাদক মোঃ শামিমুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই বিশ্বাস,সরকারি কর্মকর্তা,পৌরসভার কর্মকর্তাগন, নব- নির্বাচিত কাউন্সিলর গন,রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের নবনির্বাচিত প্রথম নারী মেয়র আঞ্জুমান আরা শপথ গ্রহণ করেছেন।
গতকাল সকালে শপথ পাঠ করার জন্য তিনি নড়াইল থেকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্দেশে রওনা হয়ে ১২টায় পৌঁছান। শপথ পাঠ করান খুলনা বিভাগ বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন। ওইসময় এডিশনাল কমিশনার সৈয়দ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। শপথকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার নির্বাচিত সকল কাউন্সিলররা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha