পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ভেড়ামারা উপজেলার বাজার গুলোতে মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখা আড়তদারদের পেঁয়াজ বা অন্য কোনো মালামাল নিয়ে কারসাজি না করতে এবং পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার নির্দেশ প্রদান করেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভেড়ামারা কলেজ বাজার ও রেল বাজার এবং শাপলা চত্বর এলাকার বাজার মনিটরিং করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তরুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ, ভেড়ামারা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স সহ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান ও রেলবাজার বণিক সমিতির সভাপতি আবু জাহিদ পল্টু ও সাধারণ সম্পাদক আবু দাউদ উপস্থিত ছিলেন। কর্মকর্তাগণ পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য বিক্রয়যোগ্য দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন,রমজান মাসের অজুহাত দেখিয়ে চাল,ডাল,তেল,পেয়াঁজ,চিনি,লবনসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে বৃদ্ধি করা যাবে না। দোকানে রাখা চার্ট অনুযায়ী সকল পণ্যে বিক্রয় করতে হবে। প্রয়োজনের বেশি পণ্য বিক্রয় করা যাবে না।এ সকল নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি দোকানের কর্মচারীদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।