আজকের তারিখ : এপ্রিল ১২, ২০২৫, ১০:৫৩ পি.এম || প্রকাশকাল : মার্চ ২২, ২০২৩, ২:৩৫ পি.এম
নলছিটিতে বালু উত্তোলনের দায়ে ১০ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

জরিমানা প্রাপ্তরা হলেন,-বরিশাল সিএন্ডবি পুল এলাকার মৃত আবদুল হামিদ বেপারীর ছেলে আব্দুল হালিম বেপারী ও চরমোনাই চরহোগলা এলাকার সামসুল আলমের ছেলে মাসুম খান। তাদের দুজনকে ৫লক্ষ করে মোট ১০ লক্ষ টাকা ও এক বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। এসময় এক লক্ষ সিএফটি বালু জব্দ করা হয়।
এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি )অংছিং মারমা বলেন, তারা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে খবর পেয়ে অভিযান পরিচলনা করি। মগড় ইউনিয়নের সুগন্ধা নদীতে তাদের বালু উত্তোলন অবস্থায় পাওয়া যায়। তাই তাদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ২জনকে মোট ১০ লাখ টাকা জরিমানা ও এক বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha