কুষ্টিয়ায় ১০ কেজি গাঁজাসহ রূপালী বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ মার্চ) দুপুরের দিকে কোর্ট স্টেশন রোডের বারো শরীফ দরবার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রূপালী জেলার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার জমির মালিথার স্ত্রী।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, রূপালী স্কচটেপ দিয়ে মোড়ানো চার প্যাকেট গাঁজা একটি ব্যাগের মধ্যে নিয়ে দৌলতপুর থেকে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়। আটক নারীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।