কুষ্টিয়ার ভেড়ামারা ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২২মার্চ) দুপুর ১২ টার সময় ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে বিতরণ করা হয়। অনুঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের যে কি পরিমান সহায়তা করেছে তা বাড়িতে বসে ভেবে দেখবেন। আওয়মী লীগ ক্ষমতায় আসার পরে শহরের বসবাস কারি মানুষের চাইতে গ্রামের মানুষ অনেক ভালো আছে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই কৃষকদের বিনামূল্যে এবং ন্যার্য মূল্যে সার-বীজ প্রদানসহ নানা ভাবে সহায়তা করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার হচ্ছে কৃষক বান্ধব সরকার।
|
আলোচনা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শায়খুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাহমুদা সুলতানা অতিরিক্ত কৃষি অফিসার, শাহনাজ ফেরদৌস সম্প্রসারণ অফিসার, অনুশ্রী দেবনাথ কৃষি সম্প্রসারণ অফিসার।
অনুষ্ঠানের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২/২৩ অর্থ বছরে খরিপ এক ২০২২/২৩ মৌসুমে ব্রিধান ৪৮ ও বি আর তোষাপাঠ -৮ চাষাবাদ সহোয়োগিতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হজার হাজার কৃষককে জনপ্রতি ৫ কেজি আউশ ধান বীজ,১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।