কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জিকে ইনটেক চ্যানেলের মুখে ক্যানালে গোসল করতে নেমে ইশান(২১) মারা যায় । পরে স্থানীয় লোকজন জিকে ক্যানেল থেকে মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার (২২মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার মসলেমপুর জিকে সেচ প্রকল্পের প্রধান ক্যানেলে ইনটেক চ্যানেলের মুখে ফুফাতো ভাই এর সাথে গোসল করতে যায়। ক্যানালের ধার পিচলে বেশী পানির মধ্যে চলে গেলে স্যাঁতার না জানা ইশান পানিতে ডুবে মারা যায়।
মৃত ইশান ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়ার দক্ষিণপাড়া গ্রামের আরিফের ছেলে। ইশান হোসেন কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স এর শেষ পর্বের ছাত্র ছিলো।
মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ জানান, ক্ষেমিরদিয়ার গ্রামের প্রবাসী আরিফের ছেলে ইশান (২১)সকাল ১১টার সময় নিজ বাড়ি থেকে ফুফাতো ভাইয়ের বাড়ি ক্ষেমিরদিয়ার উত্তরপাড়া গ্রামে বেড়াতে যায়।সেখান থেকে ফুফাতো ভাইয়ের সাথে দুপুর ২টার সময় জিকে ক্যানেলে গোসল করতে দুইভাই নামলে স্যাঁতার না জানা ইশান হোসেনের পা পিছলে গভীর পানির মধ্যে চলে গেলে সে নিখোঁজ থাকে । পরে আত্মিয়স্বজন ও স্থানীয় লোকজন পানিতে নেমে ইশানের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ডাক্তর তাকে মৃত বলে ঘোষণা করনে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।