আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ১:০০ পি.এম || প্রকাশকাল : মার্চ ২২, ২০২৩, ৪:০৯ পি.এম
যুক্তরাষ্ট্রকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিল মেক্সিকো

বুধবার (২২ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, মেক্সিকান সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন প্রকাশের পর ওব্রাডর এ মন্তব্য করেন।
এক সংবাদ সম্মেলনে লোপেজ ওব্রাডর বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দফতর মিথ্যা বলছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীনরা নিজেদের সারা বিশ্বের সরকার মনে করে। এটি (প্রতিবেদন) নিয়ে ক্ষুব্ধ হওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্র ঠিক এমনই। মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনটি সত্য নয়, তারা মিথ্যাবাদী।’
এর আগে সোমবার প্রকাশ করা মার্কিন ওই প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোতে পুলিশ, সামরিক এবং অন্য কর্মকর্তাদের মাধ্যমে বেআইনি বা নির্বিচারে হত্যার বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। এ ছাড়া সরকারি এজেন্টদের দিয়ে জোরপূর্বক গুম এবং এর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে নির্যাতন ও অমানবিক আচরণ করার বিষয়ও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
এদিকে ওব্রাডরের মন্তব্য প্রত্যাখ্যান করেছেন স্টেট ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত মুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি জানান, প্রতিবেদনে যা এসেছে তা সবটুকুই সত্য। মেক্সিকান পুলিশ, সামরিক এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সদস্যদের দুর্নীতি এবং বেআইনি নির্বিচারে হত্যার গুরুতর কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনা এখানে উঠে এসেছে। সে কারণেই প্রতিবেদনে তাদের বিষয়টি উঠে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha