আজকের তারিখ : ফেব্রুয়ারী ১, ২০২৫, ১:৫১ পি.এম || প্রকাশকাল : মার্চ ২১, ২০২৩, ৬:২১ পি.এম
কে এম ওবায়দুর রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত
বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কে এম ওবায়দুর রহমানের ১৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার বিকালে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া শামা ডেইরী ফার্ম মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আয়োজনে স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদার।
স্মরণ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ওবায়েদ কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকু, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ মোদ্দারেছ আলী ইছা, যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, আতাউর রহমান বাচ্চু, আজম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলিমুজ্জান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha