আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ১২:৩০ এ.এম || প্রকাশকাল : মার্চ ২১, ২০২৩, ৬:১৬ পি.এম
ভেড়ামারায় সাংবাদিকদের সাথে ইউএনও’র প্রেস ব্রিফিং

“আশ্রয়নের অধিকার,শেখ হাসিনার উপহার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত এলাকা ঘোষনা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও স্থানীয় সাংবাদিকদের কে নিয়ে প্রেস ব্রিফিং করেন।
আজ ২১ মার্চ (মঙ্গলবার) সকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ উপজেলা পরিষদ সভা কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেন।
ব্র্রিফিংকালে ইউএনও হাসিনা মমতাজ জানান, একজন ভূমিহীন ও অসহায় পরিবারের মাথা গুজার ঠাই হিসেবে ও আত্মমর্যাদা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করছেন। প্রধানমন্ত্রীর এ মহৎ উদ্দেশ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পরিবেশন করার জন্যে ইউএনও সাংবাদিকদের আহবান জানান।
তিনি আরো জানান, ভেড়ামারায় সর্বমোট ২৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাওয়া যায়। উক্ত পরিবারগুলোর মধ্যে পর্যায়ক্রমে অর্থাৎ ১ম পর্যায়ে ১০০ টি, ২য় পর্যায়ে ৫৫ টি ও ৩য় পর্যায়ে ৮৩ টি সর্বমোট ২৩৮ টি পরিবারকে এ উপজেলার বিভিন্ন স্থানে সরকারি খাস জমি এবং জন্মকৃত জমিতে ইতিমধ্যে পুনর্বাসন করা হয়েছে।
অবশিষ্ট ৩৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ছিল যাদের মধ্যে ২টি পরিবার মুজিববর্ষের ঘর নিতে অনাগ্রহ প্রকাশ করে এবং অন্য ৩৫ টি পরিবার তাদের নিজ বসবাসের স্থান হতে অন্যত্র যেতে অনিচ্ছুক মর্মে প্রত্যয়ন দিয়েছেন। পরবর্তীতে উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্প সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির এক যৌথসভা হয়। সভায় সমগ্র উপজেলা ব্যাপী এ সংক্রান্ত ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয় মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দের মাধ্যমে। এরপর পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছায়ের মাধ্যমে এ উপজেলায় অতিরিক্ত ২১ টি প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী ২২/৩/২০২৩ তারিখে উদ্বোধনের মাধ্যমে সারা দেশের ১৫৮ উপজেলার সাথে ভেড়ামারা উপজেলাকেও ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha