ঝালকাঠির নলছিটিতে ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম মিথুনের বাসায় চুরির ঘটনায় অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী অহিদুল ইসলাম মিথুন সোমবার বিকেলে নলছিটি থানায় এ অভিযোগ দায়ের করেন। এসময় তিনি বলেন, আমি সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে চেয়ারম্যানকে অনলাইনে সহায়তা করে থাকি। যার কারণে অনেক আর্থিক বিষয় থাকে। এছাড়া কয়েক দিন পরে আমার বোনের বিয়ে যার কারণে আমার বাসায় অনেক স্বর্নের গহনাসহ নগদ টাকা ছিল।
উল্লেখ্য গত ১৯ তারিখ দিবাগত রাতে অহিদুল ইসলাম মিথুনের বাসার খাবারে সুকৌশলে চেতনানাশক মিশিয়ে বাসার সবাইকে অচেতন করে সর্বস্ব নিয়ে যায় চোরের দল। চুরি হওয়া সম্পদের পরিমাণ আনুমানিক ৬ লাখ টাকা। এখনো তার পরিবারের কয়েকজন সদস্য হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মু. আতাউর রহমান জানান, চুরির ঘটনা একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha