কুষ্টিয়ার কুমারখালীতে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় মরিয়ম (১৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মরিয়ম কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যানপুর কামারপাড়া এলাকার পারভেজ আলীর স্ত্রী।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন, মরিয়মের শশুর বাড়ির লোকজনের দাবি পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন।
অপরদিকে নিহতের বাবার রুহুল আমিনের অভিযোগ মরিয়মকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে্ন কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান।প্র
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।