ঝালকাঠির নলছিটিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আউশ ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
নলছিটিতে চার হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনার এ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা কৃষি অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর,বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদা আরা শাওন ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।