আজকের তারিখ : এপ্রিল ২৩, ২০২৫, ৯:৩১ পি.এম || প্রকাশকাল : মার্চ ১৯, ২০২৩, ৩:৫৯ পি.এম
নড়াইলে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে ছাত্রছাত্রীদের মানববন্ধন

নড়াইল সদর উপজেলার মিরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল হয়েছে। ১৯ মার্চ ২০২৩ রবিবার ১১:৩০মি মিরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের আয়োজনে এ মানববন্ধন, বিক্ষোভ মিছিল হয়।
এ মানববন্ধনে বক্তারা দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আইয়ুব হোসেন এর বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, দূর্নীতি স্বেচ্ছাচারিতা,ক্ষমতার অপব্যবহার,
দীর্ঘদিন ম্যানেজিং কমিটি নির্বাচন না দেওয়া, এলাকাবাসীকে না জানিয়ে বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠান করা এবং প্রধান শিক্ষকের ইন্ধনে ছাত্রছাত্রীদের মারপিট করার অভিযোগ তুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবি করেন।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন, ভদ্রবিলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পান্নালাল রায়,আলী আহমেদ সিকদার, আক্তার শেখ, রশীদ মোল্যা, ইউপি সদস্য আনিচ শেখ,মান্নান মোল্যা প্রমুখ।
মানববন্ধন শেষে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha