বাংলাদেশ আওয়ামীলীগের সংসদীয় বোর্ডের সদস্য, সংস্থাপন মন্ত্রানালয়ের সাবেক সচিব, বিশিষ্ট রাজনৈতিক, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের রনাঙ্গনের লড়াকু সৈনিক যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মোঃ রশিদুল আলম বলেছেন, ১৯৭১ সালে কারো কাছে মাথানত করি নাই বলেই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম। আগামী প্রজন্মই হলো বাংলাদেশের ভবিষ্যত। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই ধারা অব্যবহত রাখতে হলে আমাদের আগামী প্রজন্ম কে আরো সচেতন এবং দক্ষ করে গড়ে তুলতে হবে। এ জন্য কোন অন্যায়, কোন অপশক্তির কাছে মাথানত করা যাবে না।
ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতা, এসএসসি শিক্ষার্থীদের বিদায়, ৬ষ্ট শ্রেনীদের শিক্ষার্থীদের বরন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন এবং ৫ম শ্রেনীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার’র সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, রশিদুল আলম’র সহধর্মিনী হাবিবা আলম।
শনিবার(১৮ মার্চ) সকাল ১১টায় অনুষ্টিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন, ভেড়ামারা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান প্রমুখ।
ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার স্বাগত বক্তব্য রাখেন।
এর আগে প্রধান অতিথি রশিদুল আলম কে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি পরিদর্শন করেন বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতার স্টলগুলো। শিক্ষার্থীদের অভাবনীয় কারুকার্যের ভুয়সী প্রশংসা করেন প্রধান অতিথি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha